ডঃ মুজিবুর রহমানের ফেইসবুক থেকে

সম্প্রতি ইংল্যান্ডের কভেন্ট্রির মসজিদ আল-ফালাহ কর্তৃপক্ষের কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন এক অমুসলিম নারী। চিঠি পাঠানোর ধরণ থেকে শুরু করে চিঠির ভাষা সবই মনোযোগ আকর্ষণ করার মতো। বিবিসির খবর থেকে জানা যায়, ওই অমুসলিম নারী নাফিসা ভায়াত নামে এক মুসলিম নারীর কাছে চিঠি দেন। তাকে অনুরোধ করেন যেন মসজিদ কর্তৃপক্ষের কাছে চিঠিটি হস্তান্তর করা হয়। বিবিসির কাছে নাফিসা বলেন, তার সঙ্গে আলিঙ্গনও করেন ওই নারী। মুসলিমদেরকে নিয়ে অসংখ্য নেতিবাচক খবরের কারণে বেশ চাপে আছে ব্রিটেনসহ ইউরোপের মুসলমানরা। কিন্তু সেই অমুসলিম নারীর চিঠি তাদের আত্মবিশ্বাস খানিকটা হলেও ফিরিয়ে এনেছে।
নিচে চিঠিটা পুরো তুলে ধরা হলো:

‘এই প্রার্থনা কেন্দ্রের সকল প্রিয়জনরা, আমি সমারসেট রোডের বাসিন্দা এবং আমি বলতে চাচ্ছি যে, সকল শ্বেতাঙ্গ ও অমুসলিমরা ধর্মান্ধ ও ছোট চিন্তার মানুষ নয়। আমি জানি, তোমাদের ধর্ম কত সুন্দর ও শান্তিপূর্ণ। তোমাদেরকে আমার ভালোবাসা, শান্তি ও সৌহার্দ্য জানাতে আমি তোমাদেরকে লিখতে বাধ্য হচ্ছি। এই কঠিন সময়ে অনুরোধ রইলো তোমরা তোমাদের বিশ্বাসে দৃঢ় থাকো। এটা মনে রাখবে যাদের মাথায় একটু বুদ্ধিও আছে তারা তোমাদের শান্তিপূর্ণ ধর্মকে সন্ত্রাসের সঙ্গে তুলনা করে না। আমি দেখেছি, ব্রিটেনের বর্তমান সংকটে একটি বলিরপাঁঠা খোঁজা হচ্ছে। আমরা এমন ব্লেইম গেইম অনেক দেখেছি। কিন্তু আমার ভাইয়েরা, আমি তোমাদের সঙ্গে কোনো লড়াইয়ে নামতে অস্বীকৃতি জানাচ্ছি।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn