আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং। শনিবার নিজের সরকারি ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানিয়েছেন। সেনাপ্রধান বলেছেন, ‘তারা রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি দাবি করছে অথচ তারা কখনো মিয়ানমারের নৃগোষ্ঠী ছিল না। এটি ‘বাঙালি’ ইস্যু। এই সত্য প্রতিষ্ঠায় আমাদের একতাবদ্ধ হওয়া প্রয়োজন।’ মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে দেশের নাগরিক এবং রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি দিতে নারাজ সেনাবাহিনী ও সরকার। ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও তল্লাশিচৌকিতে সন্ত্রাসী হামলার পর রোহিঙ্গাদের উচ্ছেদ অভিযানে নামে সেনাবাহিনী। সেনাদের হাত থেকে প্রাণে বাঁচতে এরপরই বাংলাদেশ অভিমুখে পালিয়ে আসতে শুরু করে রোহিঙ্গারা। জাতিসংঘের তথ্যমতে, গত কয়েক সপ্তাহে চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn