কাজী জমিরুল ইসলাম মমতাজ-

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন- আগামী চৈত্র মাস পর্যন্ত আমরা কৃষকদের সহায়তা করবো। দেশের একটি মানুষও না খেয়ে মরবে না। আমরা কয়েকদিনের মধ্যেই বিদেশ থেকে ১০ লক্ষ মেট্রিকটন চাল আমদানী করে আনতেছি।  তিনি আরও বলেন- আওয়ামী লীগ সরকার গরীবের সরকার, শেখ হাসিনা গরীবের দরদী, তাই দেশের উন্নয়ন ও গ্রামের হতদরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নে আগামীতে নৌকায় ভোট দিবেন।  শুক্রবার বিকাল ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে, বাংলাদেশ টেক্সটাইল মিলস এ্যাসোসিয়েশন (বিটিএমএ)’র অর্থায়নে, উপজেলার ৩ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবিরের সভাপতিত্বে, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্ল­াহ খান, বাংলাদেশ টেক্সটাইল মিলস এ্যাসোসিয়েশন (বিটিএমএ)’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন, হোসাইন মেহমুদ, আব্দুল্ল­াহ আল মাহমুদ, সেক্রেটারী জেনারেল ফিরুজ আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আল-আমিন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, উপজেলা সমবায় অফিসার মাসুদ আহমেদ, প.প. কর্মকর্তা চৌধুরী রাজিব মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, সাধারণ স¤পাদক আতাউর রহমান, যুগ্ম-সাধারণ স¤পাদক আবাব মিয়া, সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, দপ্তর স¤পাদক দিলীপ তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সহ সভাপতি জুবেল আহমদ, সাধারণ স¤পাদক মনিরুজ্জমান সুজন, উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক মাসুক মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ, সাধারণ স¤পাদক ইমরান হোসেন সহ প্রমুখ।

অপরদিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি সকাল সাড়ে ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তেঘরিয়া গ্রামের পশ্চিমে ৫ একর জায়গায় ৪১ লক্ষ টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম ভবণের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। পরে সকাল ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার হতদরিদ্র ১৬৪টি পরিবারের মাঝে ৩ লক্ষ ২৮ হাজার টাকা অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির স্বেচ্ছাধীন তহবিল থেকে প্রতি জনকে নগদ ২ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। এ সময় ধর্ম মন্ত্রনালয়ের প্রদত্ত ২ লক্ষ ৩৮ হাজার টাকার চেক উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, পূজামন্ডপ ও স্কুলে অনুদানের চেক বিতরণ করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn