সুনামগঞ্জে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের আর্থিক সহায়তা
সুনামগঞ্জে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৫ মে) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ও জেলা সমাজসেবা অধিদপ্তরের ব্যবস্থাপনায় এবং ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড এবং থ্যালাসেমিয় কর্মসূচির আওতায় এ অর্থ সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের আর্থিক সহায়তা প্রদানের উদ্বোধন করেন। এসময় সুনামগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সুচিত্রা রায়সহ সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সুচিত্রা রায় জানান,সুনামগঞ্জ সদর উপজেলায় ১৫ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এপর্বে একইভাবে জেলার ১১টি উপজেলায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৯৬ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হবে। এর আগে এ জেলায় ১৯২ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে বলেও জানান সুচিত্রা রায়।