সুন্দর সমাজ নির্মাণে কোরআন ও সুন্নার বিকল্প নেই- হুছাম উদ্দিন
ছাহেব কিব্বলা আল্লামা ফুলতলির জ্যেষ্ঠ পুত্র আঞ্জুমানে আল-ইসলাহ কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলি বলেছেন, সুন্দর সমাজ নির্মাণ করতে হলে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। ধর্মীয় শিক্ষা থেকে মানুষ দিন দিন সরে যাচ্ছে, তাই চারপাশে এত অন্যায় অত্যাচার, হানাহানি, রাহাজানি। এ থেকে পরিত্রাণ পেতে হলে আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলতে হবে এবং বিশ্ব নবী হয়রত মোহাম্মদ মোস্তফা (সা.) আর্দশকে লালন করতে হবে।’ এসময় তিনি আসন্ন রমজান মাসের পবিত্রতা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে মজিদপুর সমসর আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলি। মজিদপুর গ্রামবাসীর উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মজিদপুর সমসর আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসি হাজি মো. ছমির আলী। সমাজকর্মী আবুল হোসেন ডালিম ও মাও. তাজুল ইসলামের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ইকড়ছই হাফিজিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাও. ছমির উদ্দিন. হলিয়ার পাড়া মাদ্রাসার অধ্যক্ষ ও আল ইসলাহ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. মঈনুল ইসলাম পারভেজ. চিলাউড়া দারুছুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. তাজুল ইসলাম আলফাস. হবিবপুর ফাজিল মাদ্রাসার সহ অধ্যক্ষ মাও. গিয়াস উদ্দিন।