জেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে মাদার অব হিউন্যানিটি, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭১ তম জন্মদিন উপলক্ষে সুরমা ভ্যালী পার্ক, নবীনগর ও সুনামগঞ্জ সরকারী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এগুলোর আয়োজন করেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা জিসান এনায়েত রেজা।বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলো সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা ওয়াসিম মাহমুদ, আসরাফুল আলম সেতু, আমিনুল ইসলাম, তাপ্পি দাস গুপ্ত, মেহেদী হাসান রাহি, সৃজন দেবনাথ, জাহাঙ্গীর আলম চৌধুরী, নাজিম হাছান, ইকরাম আলম পীর, রুহুল আমীন হ্রদয়, পীর জামিল, ফাহমিদ চৌধুরী, নাজমুল হাছান মিঠু, নাজিম আহমেদ, রাকিব মাহমুদ, মাজেদুর রহমান, রনি হাছান, নাজমুল সাকিব আগুন।

আরোও উপস্থিত ছিল সুনামগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী, সরকারী কলেজ ছাত্রলীগ নেতা পারভেজ আসলাম, শাকিল ফয়সাল, শরিফ মিয়া, রেজোয়ান আহমেদ, আল-মাহফুজ সুজন, ফাহিম আহমেদ, নিক্সন খান প্রমুখ।

ছাতকে বিভিন্ন সংগঠনের উদ্যোগে জন্মদিন পালন

ছাতকে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পালন করা হয়েছে।বৃহস্পতিবার দিনব্যাপী ছাতক উপজেলা আওয়ামী যুবলীগ‚ সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্দোগে পৃথক পৃথক ভাবে এসব কর্মসূচী পালিত হয়।
যুবলীগ: বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জাউয়া বাজারে ছাতক উপজেলা যুবলীগের উদ্দোগে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মোরাদ হোসেন‚ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আলী‚ উপ- দপ্তর সম্পাদক লিমন মিয়া‚ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক আপ্যায়ন সম্পাদক লোকমান হোসেন‚ সাবেক উপ- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন‚ যুবলীগ নেতা রফিক মিয়া‚ এনাম হোসেন‚ ওমর আলী‚ মঈন উদ্দিন‚ উলফত আলী‚ কয়ছর মিয়া‚ জাউয়া বাজার ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আমিন উদ্দিন‚ ছাতক উপজেলা ছাত্রলীগ নেতা জামাল হোসেন আলী‚ জাবেদ আলী‚ ছিদ্দীকুর রহমান‚ জমির হোসেন আলী‚ রুম্মান আহমদ‚ হাবিব আহমদ‚ মিটু আহমদ‚ জাউয়া বাজার ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা রিয়াজ আহমদ‚ নজির হোসেন আলী‚ সাইফ উদ্দিন‚ আনোয়ার আলী‚ ছাইফুল‚ জিল্লুর‚ মুহিব‚ এমদাদ‚ রিমন‚ ইব্রাহিম ‚রিয়াজ‚ আফজাল আলী প্রমুখ। এসময় মোনাজাত করেন পাইগাঁও জামে মসজিদের ইমাম মওলানা সাজিদুর রহমান।
সেচ্ছাসেবক লীগ: বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছাতক উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের উদ্দোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাতক পৌর শহরস্থ মুজিবুর রহমান একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল রায়‚ ছাতক উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব ওবায়দুর রউফ বাবলু‚ সাধারণ সম্পাদক আব্দুস শহীদ‚ সহ-সভাপতি মহিবুর রহমান তালুকদার টুনু,আবু সামা রাসেল, রাসেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ সেবুল, আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক ময়নুল হক, মঞ্জুর আলম, এনামুল হক, রাসেল হোসাইন, কৃষি বিষয়ক সম্পাদক শফিক মিয়া, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক মুহিবুর রহমান মুহিব, যুব ও ক্রীড়া সম্পাদক সবুজ আহমদ, পরিবেশ বিষয়ক সম্পাদক এম এইচ মিজান সেচ্ছাসেবকলীগ নেতা ছালিক মিয়া‚ আবু বক্কর‚ নজরুল ইসলাম নাঈম, আবুল কালাম, নাজমুল করিম এমদাদ, মাছুম রানা প্রমুখ।
ছাত্রলীগ: বৃহস্পতিবার দুপুরে ছাতক উপজেলা ছাত্রলীগের উদ্দোগে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপনের উদ্দোগে উপজেলার ধারণবাজারে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা ছাত্রলীগ নেতা লুত্ফুর রহমান লিটন‚ মোতাহার হুসেন সুমন‚ সেবুল আহমদ‚ জাহাঙ্গীর আলম রাজু‚ হাফিজুর রহমান‚ জুনেদ আহমদ‚ সায়েস্তা তালুকদার রবি‚ আকরামুল‚ কাজল তালুকদার মিজানুর রহমান‚ তাজুদ আহমদ‚ আবদাল মিয়া‚ জামিল আহমদ‚ সাগর আহমদ‚ শাফি চৌধুরী ও উত্তর খুরমা‚ দক্ষিণ খুরমা‚ ভাতগাও‚ দোলারবাজার ও সিংচাপইড় ইউপি ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়া সকালে উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের উদ্দোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হোসেন রাজ‚ ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান বাবলু‚ আজহার উদ্দিন‚ সুমন আহমদ‚ লায়েক আহমদ‚ হাসান আহমদ‚ জুবায়ের আহমদ‚ শুকুর মিয়া‚ আহাদ মিয়া‚ রমজান আহমদ‚ মিজান আহমদ‚ তোফায়েল আহমদ প্রমুখ।

এতিম শিশুদের নিয়ে যুবলীগের মধ্যহ্নভোজ

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্ম দিনে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ কিরেছে সুনামগঞ্জ জেলা যুবলীগ।আজ দুপুরে সুনামগঞ্জ  সরকারি শিশু পরিবারের শতাধিক এতিম শিশুদের মাঝে এ খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, খন্দকার মনজুর আহমদ, যুবলীগ নেতা নূরুল ইসলাম বজলু, সিতেশ তালুকদার মঞ্জু, হাজী সুমন প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn