তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের চিকসা গ্রামের কালি মন্দিরের তিনটি প্রতিমা ভাঙচুরের ঘটনায় শনিবার দুপুরে একই গ্রামের শফিক মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শফিক গ্রামের তারা বাদশার ছেলে।  উল্লেখ্য, গত ২ জুলাই চিকসা গ্রামের কালি মন্দিরের তিনটি প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা।  চিকসা কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি রনদা প্রসাদ পুরকায়স্থ জানান, ১ জুলাই শনিবার সন্ধ্যায় পূজারী পূজা করে মন্দির তালাবদ্ধ করে চলে যান। পরদিন রবিবার দুপুরে  পাড়ার ছেলেরা জানায় মন্দিরে তিনটি প্রতীমা ভাঙ্গা। খবর পেয়ে ওই দিনই ঘটনাস্থল পরিদর্শন করে তাহিরপুর থানা পুলিশ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এঘটনায় সোমবার চিকসা কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি রনদা প্রসাদ পুরকায়স্থ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে থানায় মামলা দায়ের করেন। গ্রামের বাসিন্দা বাবুল চৌধুরী নামের একজনকে পুলিশ গ্রেফতার করে।  তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, চিকসা গ্রামের কালী মূর্তি ভাঙার ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ শফিক মিয়াকে গ্রেফতার করেছে। এর আগে আরো একজনসহ এ ঘটনায় মোট দুই জনকে গ্রেফতার করা হলো।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn