সেন্ট মার্টিনে আটকা পড়েছে দেড় হাজার পর্যটক
বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে চলাচলকারী পর্যটকবাহী ৫টি জাহাজসহ সব ধরণের নৌ-যান চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। এতে সেন্টমার্টিনে অবস্থান করা ১ হাজারেরও বেশি পর্যটন আটকা পড়েছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর সাগরে লঘুচাপের কারণের সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টির কারণে সাগর উত্তাল রয়েছে। যার কারণে শুক্রবার থেকে টেকনাফের দমদমিয়া জেটি ঘাঁট থেকে সেন্টমার্টিন গামী ৫টি পর্যটকবাহী জাহাজসহ সকল নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এদিকে হঠাৎ জাহাজ চলাচল বন্ধ হয়ে পড়ায় সেন্ট মার্টিন ভ্রমণে যেতে ইচ্ছুক দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসা প্রায় ২ হাজার পর্যটক দুর্ভোগে পড়েছেন। সেন্ট মার্টিন ইউনিয়ন আওয়ামীলের সভাপতি মুজিবুর রহমান বলেন, বৈরী আবহাওয়া হওয়ার কারণে জাহাজ না আসায় সেন্ট মার্টিন দ্বীপে ১ হাজারেরও বেশি পর্যটন আটকা পড়েছেন। কক্সবাজার আবহাওয়া অফিস বলছে, গভীর বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি কারণে কক্সবাজার, চট্টগ্রাম ও মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহওয়ার এমন পরিস্থিতি দু’ একদিন থাকার সম্ভাবনার কথা জানান আবহওয়া অফিস।