দক্ষিণ সুনামগঞ্জ:: সুনামগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের ইটের আঘাতে এক নারীর মৃত্যু ঘটেছে। সোমবার রাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের আক্তাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম শফিকুননেছা। তিনি অভিযুক্ত হালিমা বেগমের মা। পুলিশ জানিয়েছে, হালিমা বেগম সাত মাসের অন্তঃসত্ত্বা। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, ‘তিন বছর আগে হালিমা বেগমের বিয়ে হয়। বিয়ের পরে মানসিক ভারসাম্য হারিয়ে হালিমা বেগম তার বাবার বাড়ি আক্তাপাড়া গ্রামে বাস করছিলেন। কয়েকদিন ধরে তাকে ঘরের ভেতরে শেকলে বেঁধে রেখেছিলেন পরিবারের লোকজন।’
তিনি বলেন, ‘সোমবার রাতে মা শফিকুননেছা হালিমাকে রাতের খাবার দিতে যান। এসময় হালিমা পাশে থাকা ইট দিয়ে শফিকুননেছার মাথায় আঘাত করেন।’ ওসি বলেন, ‘আহত অবস্থায় শফিকুননেছাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ তিনি জানান, মরদেহের ময়নাতদন্ত চলছে। তবে এ ঘটনায় এখনও কেউ মামলা করেনি।
সংবাদ টি পড়া হয়েছে :
৭১ বার