শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ২২শে শাবান, ১৪৪৬ হিজরি

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ফিজিও চন্দ্রমোহন

শেষপর্যন্ত চুক্তি বাতিল হলো বাংলাদেশের সাবেক ফিজিও ডিন কনওয়ের। শ্রীলঙ্কা সফরে নতুন ফিজিও থিহান চন্দ্রমোহন। তবে তাকে অন্তর্বর্তীকালীন ফিজিও হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আনুষ্ঠানিক চুক্তি শেষে সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার থেকে শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিতব্য গল টেস্টে বাংলাদেশ দলে ফিজিও হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন চন্দ্রমোহন। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। লঙ্কান বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান দীর্ঘদিন ধরে ফিজিও হিসেবে কাজ করে যাচ্ছেন।

ইংল্যান্ডের কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারের ফিজিও হিসেবে কাজ করেছেন ৩৭ বছর বয়সী চন্দ্রমোহন। কাজ করেছেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টার্স ও  ভিক্টোরিয়া বুশরেঞ্জার্স ক্লাবের সঙ্গেও। শ্রীলঙ্কা সফরের আগে আলোচনায় ছিলো ডিন কনওয়ে ও বিসিবির মধ্যকার চুক্তি সংক্রান্ত জটিলতার খবর। ইংলিশ এই ফিজিওর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেন তিনি।পরবর্তীতে তার জায়গায় বদলি ফিজিও হিসেবে সফরে যান খাদেমুল ইসলাম শাওন। অবশ্য সফরের আগ মুহূর্তেই বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছিলেন, কনওয়ের চুক্তি বাতিল করতে যাচ্ছে বোর্ড।

শেষপর্যন্ত চুক্তি বাতিল হলো বাংলাদেশের সাবেক ফিজিও ডিন কনওয়ের। শ্রীলঙ্কা সফরে নতুন ফিজিও থিহান চন্দ্রমোহন। তবে তাকে অন্তর্বর্তীকালীন ফিজিও হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আনুষ্ঠানিক চুক্তি শেষে সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার থেকে শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিতব্য গল টেস্টে বাংলাদেশ দলে ফিজিও হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন চন্দ্রমোহন। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। লঙ্কান বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান দীর্ঘদিন ধরে ফিজিও হিসেবে কাজ করে যাচ্ছেন।

ইংল্যান্ডের কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারের ফিজিও হিসেবে কাজ করেছেন ৩৭ বছর বয়সী চন্দ্রমোহন। কাজ করেছেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টার্স ও  ভিক্টোরিয়া বুশরেঞ্জার্স ক্লাবের সঙ্গেও। শ্রীলঙ্কা সফরের আগে আলোচনায় ছিলো ডিন কনওয়ে ও বিসিবির মধ্যকার চুক্তি সংক্রান্ত জটিলতার খবর। ইংলিশ এই ফিজিওর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেন তিনি।পরবর্তীতে তার জায়গায় বদলি ফিজিও হিসেবে সফরে যান খাদেমুল ইসলাম শাওন। অবশ্য সফরের আগ মুহূর্তেই বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছিলেন, কনওয়ের চুক্তি বাতিল করতে যাচ্ছে বোর্ড।

অন্যান্য পোস্ট

সাথেই থাকুন

সাম্প্রতিক খবর