ছাতকে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সড়ক ও জনপথের ভুমিতে অবৈধভাবে ঘর নির্মান করে ব্যবসায় ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ পাওয়া গেছে। সড়ক ও জনপথের ভুমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে মঙ্গলবার সুনামগঞ্জের সওজ’র নির্বাহী প্রকৌশলী বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন জাউয়া বাজারের ব্যবসায়ী মৃত মন্তাজ আলীর পুত্র ছোয়াব আলী। অভিযোগ থেকে জানা যায়, জাউয়া বাজারে আনিছা ফার্নিচার, শরীফা হার্ডওয়ারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ছোয়াব আলী দীর্ঘদিন ধরে ব্যবসা কওে আসছেন। সম্প্রতি তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের ঠিক সামনে সড়ক ও জনপথ বিভিাগের ভুমিতে টিনসেডের পাকা ঘর নির্মান করেন জাউয়া গ্রামের আসলম আলী, রুস্তুম আলী ও চান মিয়া। ফলে তার প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান মানুষের চোখের আড়ালে পড়ে যায়। পাশাপাশি সাধারন মানুষের চচলাচলে সৃষ্টি করা হয় মারাত্মক প্রতিবন্ধকতা। তার প্রতিষ্ঠিত ব্যবসাকে ক্ষতিগ্রস্থ করতে এবং সওজ’র ভুমি দখল করার জন্যই তারা এখানে অবৈধ স্থাপনা নির্মান করেছে। বিষয়টি জাউয়া বাজার কমিটিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ সালিশ-বৈঠকের মাধ্যমেও নিস্পত্তি করার চেষ্টা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী(সওজ) বিষযটি জরুরী ভিত্তিতে অভৈধ স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য এসডিই ছাতককে নির্দেশ দেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn