সরকারি প্রতিশ্রুতি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সুনামগঞ্জ—৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, সরকার অসম্প্রায়িক চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এড়িয়ে যাচ্ছে। শিক্ষা—সংস্কৃতি সহ সার্বিক উন্নয়নের পাশাপাশি সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সদা সচেষ্ট রয়েছে সরকার। বর্তমানে ছাতক—দোয়ারার আনাচে—কানাচে চলছে উন্নয়ন কর্মযজ্ঞ। দোড়গোড়ায় উন্নয়ন পৌঁছে যাওয়ায় এ অঞ্চলের মানুষ এখন শহরের সার্বিক সুবিধা ভোগ করতে পারছে। তথ্য—প্রযুক্তি নির্ভর বাঙালি জাতি এখন স্বপ্নের স্মার্ট বাংলাদেশের অপেক্ষার প্রহর গুনছে। তিনি বলেন, কাউকে পেছনে রেখে নয়, জাতি—ধর্ম নির্বিশেষে সকল শ্রেণি—পেশার মানুষকে সাথে নিয়েই স্মার্ট বাংলাদেশ গড়ার স্বúœ দেখছে সরকার।

রবিবার দুপুরে ৩ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে নির্মিত ছাতক শহরের প্রাচীনতম ধর্মীয় প্রতিষ্ঠান কালীবাড়ি মন্দিরের রাস্তা উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাড. পীযুষ কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা সাব্বির আহমদ ও কালীদাস পোদ্দারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন এমপি পত্নী শামীমা ফেরদৌসী লোনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা হিন্দু—বৌদ্ধ—ক্রিস্টান ঐক্য পরিষেদের সভাপতি, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদে সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম প্রমুখ। সভায় স্বাগত বক্তব রাখেন কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা হিন্দু—বৌদ্ধ—খ্রিস্টান ঐক্য পরিষদের সেক্রেটারী অরুন দাস।

এ সময় আওয়ামী লীগ নেতা মোশাহিদ আলী, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, রাস্তার উন্নয়ন কাজের প্রকল্প সভাপতি জ্যোতি প্রকাশ চক্রবত্তির্ রেন্টু,  ডা. কৃপাসিন্ধু দাস নিমাই, সাবেক সরকারী কর্মকর্তা কৃষ্ণদাস রায়, উপজেলা পূজা উদযাপন পষিদের সাধারণ সম্পাদক বাবুল রায়, ইউপি সদস্য শফিক আলী, সাবেক কাউন্সিলর আসাব মিয়া, আওয়ামী লীগ নেতা নিতাই রায়, ইসতিয়াক রহমান তানভির, রঘুমনি সিংহ, অধির মালাকার, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদমান মাহমুদ সানি, স্থানীয় দিলীপ চৌধুরী, রপু এষ, বাবুল চৌধুরী, ডা. পার্থ সারথী ভট্টাচার্য্য, ডা. করুনা সিন্ধু রায়, পীযুষ দাস, লিটন ঘোষ, নিশন গোস্বামী, আওয়ামীলীগ নেতা মখলিছ মিয়া, জাকির হোসন, বীর মুক্তিযোদ্ধা সন্তান জাহাঙ্গির হোসন উপস্থিত ছিলেন।–তথ্য সূত্র দৈনিক সুনামগঞ্জের খবর 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn