ছাতকে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
ছাতকের গোবিন্দগঞ্জ বটেরখাল নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। চন্দ্র-সুর্য্য বান্ধা আছে নায়েরই আগায়- দূর্বিণে দেখিয়া পথ মাঝি মাল্লায় বায়—ঝিলমিল-ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নায়। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বিখ্যাত এ গানের সুরের মুর্ছনায় মুখরিত হয়ে উঠে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসা হাজার-হাজার দর্শক-শ্রোতা। অনুষ্ঠিত নৌকা বাইচ উপভোগ করতে বটেরখাল নদীর দু’পাড়ে জড়ো হয়েছিল কয়েক হাজার উৎসুক জনতা। নদীতে আকর্ষিণীয় সাজে সজ্জিত কয়েকটি নৌকায় বাদ্য-যন্ত্রসহ গানের আসর বসিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতাকে আরো প্রানবন্দো কওে তুলে। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধাপে-ধাপে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ৯টি নৌকা অংশ নেয়। সু-সজ্জিত নৌকার সাথে মাঝি-মাল্লারাও প্রতি নৌকায় এক রংয়ের পোষাক পড়ে নৌকা বাইচ প্রতিযোগিতাকে উৎসবে পরিনত করা হয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা বাইচকে কেন্দ্র বটেরখাল নদীতে চলছিল প্রমোদপ্রেমী হাজারো জনতার উৎসব। উপজেলা চেয়ারম্যান ও এলাকাবাসীর উদোগে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় অনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় আলহাজ্ব মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক পংকজ দত্ত, আতাউর রহমান এমরান ও উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক কাওছার আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, সহকারী কমিশনার(ভুমি) সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদের সদস্যা নুরুন্নাহার চৌধুরী চিনু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ইছাকলস ইউপি চেয়ারম্যান কুটি মিয়া, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, ব্যবসায়ী আশরাফুর রহমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান আ্লহাজ্ব সুন্দর আলী, ফজর আলী, আলহাজ্ব নিজাম উদ্দিন, উপাধ্যক্ষ মহি উদ্দিন, ক্রিড়া সংস্থার সেক্রেটারী লাল মিয়া। এসময় এসআই সোহেল রানা, এসআই কামাল উদ্দিন, এআই মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, আ.লীগ নেতা আফতাব উদ্দিন, লাল মিয়া, নুর আলম মেম্বার, আলাউদ্দিন, শুকুর আলী মেম্বার, লাল মিয়া মেম্বার, দিদার আলম মেম্বার, এনাম আহমদ মেম্বার, মুহিবুর রহমান মেম্বার, আব্দুল আলিম মেম্বার, জৈইন উদ্দিন আহার, মাষ্টার আব্দুল বাছিত, মাষ্টার মাহবুবুর রশিদ, শ্রমিক ইউনিয়নের সভাপতি আফতাব উদ্দিন, হাজী জালাল উদ্দিন, কামাল উদ্দিন, রোটারিয়ান সায়াদ আহমদ, সায়েদ মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিংকু আহমদ, অর্থ সম্পাদক আরজ আলী, যুবলীগ নেতা আহ আরজ মিয়া, লোকমান হোসেন, খালেদ আহমদ, ছাত্রলীগ নেতা কাওছার আল মামুন, জাহিদ হাসান ডালিম, দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম ফজল। প্রতিযোগিতায় জৈন্তারুরের নৌকা ১ম, কোম্পানীগঞ্জের পুটামারা দুটি নৌকা ২য় ও ৩য় স্থান অধিকার করে। সভা শেষে বিজয়ী নৌকা মালিকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।