প্রত্যক্ষ রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছে সাবেক বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি। জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের কারণেই এ কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন রওশন এরশাদ।

জানা গেছে, এরশাদ উইল করে জিএম কাদেরকে পার্টির পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত করা নিয়েই রওশনের অভিমান। এরশাদের জীবদ্দশায় বেগম রওশন এরশাদই পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় ক্ষমতাপ্রাপ্ত নেতা। পার্টির প্রত্যক্ষ রাজনীতির নিয়ন্ত্রক বেগম রওশন এরশাদ থাকবেন এটাই গঠণতান্ত্রিক সিদ্ধান্ত। জাপার একাধিক সূত্র নিশ্চিত করেছে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের চরম অবজ্ঞার কারণেই রাজনীতি থেকে নির্বাসনে যাবার সিদ্ধান্ত নিয়েছেন এরশাদপত্নী। জানা গেছে, এরশাদ আর কোনোভাবেই চান না তার স্ত্রী জাপার রাজনীতিতে ক্ষমতাবান হোক। এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে অনেকটা পর্দার অন্তরালে চলে যান রওশন এরশাদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এরশাদ নিজেকে বিরোধী দলীয় নেতা এবং সহোদর জিএম কাদেরকে উপনেতার ঘোষণা দেবার পর চরম বিক্ষুব্দ হন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। তবে বেশ কয়েকজন এমপি বেগম রওশন এরশাদকে রাজনীতিতে সক্রিয় করার জন্য জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রওশনপন্থী নেতারা মনে করেন, তাদের দলের চেয়ারম্যান এইচএম এরশাদ যে কোন মুর্হুতে তার সিদ্ধান্ত বদলাতে পারেন। তাছাড়া এরশাদকে চাঁপে রাখার কৌশল হিসেবে বেগম রওশন এরশাদকে চাঙ্গা রাখারও ইচ্ছে কতিপয় সংসদ সদস্যর। এদিকে, জাপা চেয়ারম্যান শারিরীক অসুস্থতাজনিত কারণে বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উন্নততর চিকিৎসার জন্য খুব সহসাই আবারো তিনি সিঙ্গাপুরে যাবেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn