২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এরশাদ দলে যোগদানকারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশে যারা প্রতিহিংসার রাজনীতি চালু করেছিল তাদের অবস্থা আজ নিঃশেষ হতে চলেছে। আগামীতে জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে।
তিনি আরও বলেন, অতীতে জাতীয় পার্টির সরকারের আমলে যে উন্নয়নকাজ হয়েছে তার জন্য জনগণ ভবিষ্যতে আবার জাতীয় পাটিতে ক্ষমতায় আনবে।
দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ও জাতীয় পার্টিতে যোগদানকারী ব্যবসায়ী সৈয়দ খায়রুল ইসলাম প্রমুখ।










