সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ খাঁন বলেছেন- পুলিশ প্রশাসন আইন-শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমণে কাজ করে। জনসাধারণের সাথে পুলিশের বন্ধুত্বের সেতুবন্ধন হলে অবশ্যই অপরাধ কমে আসবে। যুব সমাজের অবক্ষয় রোধ করতে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। এজন্য পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আহবান জানিয়ে তিনি বলেন- অপরাধী যেই হোক পুলিশ তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবে। দায়িত্ব পালনে কোন প্রভাব ও চাপের কাছে পুলিশ নতি স্বীকার করবে না।

রোববার দুপুরে থানা পুলিশ কর্তৃক আয়োজিত ছাতকের লাফার্জ সুরমা সিমেন্ট কারখানা ফেরিঘাটে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং উঠান বৈঠক ও বিকেলে থানা সংলগ্ন গনেশপুর খেয়াঘাটে আইন-শৃঙ্খলা বিষয়ক পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমানের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) আশরাফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জের এডিশনাল পুলিশ সুপার সঞ্জয় ঘোষ, সহকারী পুলিশ সুপার হাবিব উল্লাহ, সার্কেল দুলন মিয়া।
লাফার্জ ফেরিঘাটের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- পৌর কাউন্সিলর লিয়াকত আলী, জহুর আলী, ইমতিয়াজ আলী, লোকমান হোসেন, ছাইদুর রহমান, ময়নুল ইসলাম, জমির আহমদ, আব্দুল অদুদ। গনেশপুর খেয়াঘাটের সভায় বক্তব্য রাখেন- ব্যবসায়ী নেতা আব্দুল হাই আজাদ, হাজী আব্দুল জলিল, হাজী আলী আজগর সোহাগ, হাজী শামছুল ইসলাম, আবু হুরায়রা ছুরত, বাবুল মিয়া মেম্বার, সিরাজুল ইসলাম, মকবুল হোসেন, সমছু মিয়া, তোফায়েল আহমদ প্রমুখ।
এসময় ওসি ডিবি নির্মল দে, পুলিশ পরিদর্শক কাজী মোক্তাদির হোসেন, পুলিশ পরিদর্শক ও জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নির্মল দেব, ডিএসবি আব্দুল লতিব, এসআই সৈয়দ আব্দুল মান্নান, এসআই সোহেল রানাসহ পুলিশ কর্মকর্তা ও সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।  ব্যবসায়ী নেতৃবৃন্দ নদীপথে টুল আদায়ের নামে নদী পথে চাঁদাবাজী বন্ধের দাবির প্রেক্ষিতে এসপি বরকত উল্লাহ খাঁন বিষয়টি যথাযত ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn