সিলেট নগরীর সোনারপাড়ায় অর্থমন্ত্রীর ব্যক্তিগত গাড়ির ব্রেকফেলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে এসময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গাড়িতে ছিলেন না। আহতদেরকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে সোনারপাড়া জামে মসজিদ সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আওয়ামী লীগ নেতা এসএম নুনু মিয়া, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা কবিরুল ইসলাম কবির, যুবলীগ নেতা মানিক, ছাত্রলীগ নেতা নাসির । আহতদের মধ্যে কয়েকজন পথচারীও রয়েছেন।অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্টাচার্য্য জনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অর্থমন্ত্রীর গাড়িচালককে আটক চান মিসবাহ সিরাজ

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের গাড়ির ব্রেকফেলের ঘটনায় তদন্ত দাবি করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। এজন্য অর্থমন্ত্রীর গাড়িচালক খালেকুজ্জামানকে আটকের দাবিও তুলেন তিনি। আজ শুক্রবার সন্ধ্যায় ব্রেকফেলের ওই ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে যান মিসবাহ সিরাজ। এসময় তিনি বলেন, ‘অর্থমন্ত্রীর গাড়ির ব্রেকফেলের ঘটনা নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিত ঘটনা, তা তদন্ত করে দেখতে হবে। এজন্য অর্থমন্ত্রীর গাড়িচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করতে হবে।’ মিসবাহ উদ্দিন সিরাজ ওসমানী হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। এসময় তার সাথে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েস, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, মহানগর শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এনায়েতুল বারী মুর্শেদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শুক্রবার বেলা ২টার দিকে নগরীর সোনারপাড়া মসজিদ সংলগ্ন সড়কে অর্থমন্ত্রীর গাড়ি ব্রেকফেল করে। এসময় অর্থমন্ত্রী গাড়িতে ছিলেন না। গাড়িটি সামনে থাকা কয়েকজনকে ধাক্কা দেয়। এতে আহত হন ১০ জন। আহতদের মধ্যে আওয়ামী লীগ নেতা এসএম নুনু মিয়া, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত সহকারি কবিরুল ইসলাম কবির, যুবলীগ নেতা মানিক, ছাত্রলীগ নেতা নাসির প্রমুখ রয়েছেন।

আহতদে’র দেখতে ওসমানীতে অর্থমন্ত্রী

সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত গাড়ির ব্রেকফেলের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আহতদের দেখতে শুক্রবার বিকাল ৩টার দিকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান অর্থমন্ত্রী। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। আহতদের যথাযথ চিকিৎসা দিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। এসময় সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থমন্ত্রীর গাড়ি ব্রেকফেলের ঘটনায় আহতদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়। প্রসঙ্গত, শুক্রবার বেলা ২টার দিকে নগরীর সোনারপাড়া মসজিদ সংলগ্ন সড়কে অর্থমন্ত্রীর গাড়ি ব্রেকফেল করে। এসময় অর্থমন্ত্রী গাড়িতে ছিলেন না। গাড়িটি সামনে থাকা কয়েকজনকে ধাক্কা দেয়। এতে আহত হন ১০ জন। আহতদের মধ্যে আওয়ামী লীগ নেতা এসএম নুনু মিয়া, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত সহকারি কবিরুল ইসলাম কবির, যুবলীগ নেতা মানিক, ছাত্রলীগ নেতা নাসির প্রমুখ রয়েছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn