গুরুতর অসুস্থ মহান মুক্তিযুদ্ধের উপঅধিনায়ক এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারকে আইসিইউতে নেওয়া হয়েছে। গত বুধবার রাতে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। এরপর তাকে আইসিইউতে নেয়া হয়। এ কে খন্দকারের স্ত্রী ফরিদা খন্দকার জানান, ‘উনার ফুসফুসে, কিডনিতে ইনফেকশন ধরা পড়েছে। চিকিৎসা চলছে। উনি অনেক অসুস্থ। আপনারা তার জন্য দোয়া করবেন। দেশবাসীর কাছে দোয়া চাই।’

মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার সামরিক শাসক জিয়াউর রহমানের আমলে রাষ্ট্রদূতের দায়িত্ব নেন। পরে এইচ এম এরশাদের সামরিক শাসনামলে পরিকল্পনামন্ত্রী হন। ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এ কে খন্দকার। এই সরকারের মন্ত্রিসভায় পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন তিনি। মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ২০১১ সালে তিনি স্বাধীনতা পদক পান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn