ব্রাজিলিয়া ফুটবল ফেডারেশনের প্রধান মার্কো পোলো ডেল নেরোকে দুর্নীতির দায়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে ঘুষ ও দুর্নীতির একাধিক তথ্য প্রমাণিত হওয়ায় ডেল নেরোকে এই শাস্তি প্রদান করা হয়। একইসাথে তাকে এক মিলিয়ন সুইস ফ্রাংক জরিমানাও করা হয়েছে। এই শাস্তির ঘোষণা দিয়েছে ফিফার এথিকস কমিটি। ২০১৫ সালে ফিফার দুর্নীতি বিরোধী যে অভিযান শুরু হয় তারই ধারাবাহিকতায় ডেল নেরোকে সম্প্রতি শাস্তি প্রদান করা হলো। দীর্ঘদিন ধরেই ৭৭ বছর বয়সী এই আইনজীবীর বিপক্ষে দুর্নীতির অভিযোগ তদন্ত করে আসছিল এথিকস কমিটি। বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে গণমাধ্যম ও মার্কেটিং সত্ত্ব নিয়ে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে ডেল নেরোর বিপক্ষে। আর তদন্তে কোপা আমেরিকা, কনমেবল, কোপা লিবারেটেডরস, কোপা ডো ব্রাসিলসহ বিভিন্ন টুর্নামেন্টে তার দুর্নীতির সংশ্লিষ্টতা প্রমাণিত হয়। ডেল নেরোর বিপক্ষে ফিফার শাস্তি তাৎক্ষনিক ভাবেই কার্যকর করা হবে। ফিফার আপিল কমিটিতে এই শাস্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে পারবেন। যদিও ফিফার সাবেক এই নির্বাহী কমিটির সদস্যের দাবি তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ করা সম্ভব হয়নি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn