দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামছে রুমানা বাহিনী। পচেফস্ট্রমের সেনওয়েস পার্ক স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। দক্ষিণ আফ্রিকা সফরে মূল লড়াইয়ে নামার আগে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্যে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ নারী দল। পচেফস্ট্রমে নর্থ ওয়েস্ট নারী ক্রিকেট দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বুধবার ৯০ রানের উড়ন্ত জয় পায় বাংলাদেশ নারী দল। আগে ব্যাটিং শেষে জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে ২৭০/২-এ। চার নম্বরে ব্যাট হাতে ১৩৬ রান করেন অধিনায়ক রুমানা আহমেদ। আর ওয়ানডাউন খেলোয়াড় ফারজানা হকের ব্যাট থেকে আসে ১০৩ রান। ইনিংস শেষে দু’জনেই থাকেন অপরাজিত। জবাবে স্বাগতিক নর্থ ওয়েস্ট দলকে বল হাতে ভেলকি দেখান ফাহিমা খাতুন। ১০ ওভারের স্পেলে মাত্র পাঁচ রানে ৮ উইকেট নেন বাংলাদেশি এ লেগস্পিনার। ফাহিমার স্পেলে ছিল ছয়টি মেডেন ওভার। ফাহিমার স্পিনের বিপক্ষে রানের খাতা না খুলেই উইকেট খোয়ান স্বাগতিকদের পাঁচ খেলোয়াড়। এতে ১৮০ রানে গুঁড়িয়ে যায় স্বাগতিক নর্থ ওয়েস্টের ইনিংস। সফরে দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে পাঁচটি একদিনের ম্যাচ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে রুমানা বাহিনী। বিদেশের মাটিতে গত এক বছরে প্রথমবার খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn