কালবৈশাখি ঝড়ে বৃদ্ধা নিহত : নিখোঁজ ১

সুনামগঞ্জে কালবৈশাখি ঝড়ের সময় আতংকে এক বৃদ্ধা নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত সুরমালা দাস (৬০) সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর মল্লিকপুর এলাকার মৃত সুকেন্দ্র দাসের স্ত্রী। অন্যদিকে কালবৈশাখির সময় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় হযরত আলী (২৪) নামে এক পাথর শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিহত হযরত আলী জেলার বিশ্বম্ভরপুর উপজেলার গৌরারং ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের সফিক মিয়ার ছেলে। সোমবার ভোরে পৃথক এই ঘটনা ঘটে। সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর প্রার্থী মল্লিকপুর এলাকার বাসিন্দা ফরিদ মিয়া নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, কালবৈশাখি ঝড়ের সময় আতংকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সুরমালা দাস নিহত হয়েছেন। সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, কালবৈশাখি ঝড়ের সময় আতংকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সুরমালা দাস নিহত হয়েছেন। ওসি আরও জানান, অন্যদিকে ভোরে একটি ইঞ্জিন নৌকাযোগে পাথর উত্তোলন করতে জেলা সদরে আসছিলেন সফিক মিয়াসহ আরও দুইজন। পথিমধ্যে শহরতলীর আব্দুজ জহুর সেতুর কাছে আসলে আকস্মিক কালবৈশাখি ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় অপর দুইজন সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও তিনি নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে রোববার রাতের কালবেশাখি ঝড়ে পৌর এলাকার শতাধিক ঘরবাড়ী ও বিদ্যুৎ লাইন বিপর্যস্ত হয়েছে বলে জানাগেছে।

 জামালগঞ্জে দুর্গতদের বিনামুল্যে চিকিৎসাসেবা সেবা দিয়েছে  পদক্ষেপ

অকাল বন্যায় বিধ্বস্থ সুনামগঞ্জের হাওরাঞ্চলের দুর্গত মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে ‘পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’ নামের একটি বেসরকারি সংস্থা। সোমবার দিনভর জামালগঞ্জ উপজেলা সদরের লম্বাবাঁক এলাকায় প্রত্যন্তপল্লীর ১২শ রোগিকে বিনামুল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে সংস্থাটি। ব্যবস্থাপত্র ছাড়াও দেয়া হয়েছে প্রয়োজনীয় ওষুধপথ্য। জানা গেছে, ‘ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্প’-এ চিকিৎসা প্রদান করেন জেলা সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের  সহকারি পরিচালক ডা.মফিজুল হক, জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা.আবুল কালাম, ডা.সাইদুর রহমান। পর্যায়ক্রমে সুনামগঞ্জ সদর, ও জগন্নাথপুর উপজেলায় এ ধরনের আরও ৩টি ক্যাম্প করা হবে জানিয়ে সংস্থাটির সুনামগঞ্জ এরিয়া ম্যানেজার মজিবুল হক জানান, অকাল বন্যায় আক্রান্ত পানিবাহিত রোগসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এর আগে গত ২৮ এপ্রিল সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ভৈষারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধপত্র দেয়া হয়েছে। তিনি বলেন, সুনামগঞ্জ এরিয়ায় এই সংস্থাটি আসার পর  থেকেই স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এসব জনপদে ফ্রি চিকিৎসাসেবা দিয়ে আসছে।চ

 পানিতে ডুবে শিশুর মুত্যু

সুনামগঞ্জের ধর্মপাশায় পানিতে ডুবে তানজিল আহমদ নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তানজিল উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের চাপাইতি গ্রামের নুর ইসলামের ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদের  ৯নং ওয়ার্ডের সদস্য আটাইশা মাছিমপুর গ্রামের বাসিন্দা মজনু মিয়া জাগো নিউজকে জানান, দুপুরে বাড়ির সামনে শিশুটি খেলা করছিল। এসময় পরিবারের লোকজনদের অগোচরে পার্শ্ববর্তী ঘাসি নদীতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

মে দিবস পালন করেছে পৌর শ্রমিক কল্যাণ সংগঠণ

সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহাণ মে দিবস পালন করেছে পৌর শ্রমিক কল্যাণ সংগঠণ। এ উপলক্ষে শহরের মোক্তাপাড়াস্থ অস্থায়ী কার্যালয় হতে সোমবার সকালে একটি র‌্যালী মিছিল বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ের সামনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সমাজসেবক এ.লতিফ জেপি। আয়োজক সংগঠনের সভাপতি কমরেড রনজিত তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার লোহ,সাবেক কাউন্সিলর বাবু মতিলাল চন্দ,বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক আল-হেলাল,যুবনেতা ঝন্টু চৌধুরী,গোপাল রায়, পৌর শ্রমিক কল্যাণ সংগঠণের উপদেষ্টা টুকন সরদার,আশক আলী মিয়া,সহ-সভাপতি সুজিত সরকার,সাধারন সম্পাদক বিজয় কর,সহ সম্পাদক বিধান তালুকদার,কোষাধ্যক্ষ স্বপন সরকার,সহ অর্থ সম্পাদক সুসেন তালুকদার,দপÍর সম্পাদক মোস্তফা মিয়া,প্রচার সম্পাদক মিন্টু দাস ও সেবক সরকার প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn