সু’বার্তা ডেক্স-মিয়ানমারে আবারও বিদ্রোহী দল আরাকান আর্মির সঙ্গে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ ঘিরে ফের বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বিজিপির ২৯ সদস্য। সোমবার (১১ মার্চ) সকালে বান্দরবা‌নের নাইক্ষ্যংছ‌ড়ির জামছ‌ড়ি সীমান্ত দি‌য়ে বিজিপির সদস্যরা বাংলাদেশে আশ্রয় নেন। বি‌জি‌বির জনসং‌যোগ কর্মকর্তা শ‌রীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুন করে আরও ২৯ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের নিরস্ত্রীকরণ করে বিজিবির সদস্যরা নিরাপদ আশ্রয়ে নিয়েছে। এরআগে গত ফেব্রুয়ারিতে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের জেরে বিজিপি সদস্যসহ ৩৩০ জন বাংলাদেশে আশ্রয় নেন। পরে ১৫ ফেব্রুয়ারি তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn