একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের দুই, বিএনপির দুই ও জাপার একক প্রার্থী মাঠে নেমেছে।ঈদুল আজহার দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এলাকার বিভিন্ন হাটবাজারে ও গ্রামগঞ্জে ততই গণসংযোগ বাড়াচ্ছেন। করে যাচ্ছেন মতবিনিময় সভা ও পথসভা। ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে সুনামগঞ্জ-৫ আসন গঠিত। এ আসনে বর্তমান এমপি আওয়ামী লীগের মুহিবুর রহমান মানিক। দেড় যুগেরও বেশি সময় ধরে নিজ দলের শক্তিশালী প্রতিপক্ষ মোকাবিলা করতে হয়েছে তাকে। মানিকের টানা দুই আমলের রাস্তাঘাটের বেহাল দশা, অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ নিয়ে ভোটের মাঠে এবার সরব তার পুরনো প্রতিপক্ষ ছাতক পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম চৌধুরীর ছোট ভাই ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা শামীম আহমদ চৌধুরী। এ আসনে বিএনপির মনোনয়ন পেতে সক্রিয় রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী ও জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ বলয়ের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী এলাকায় দলীয় কর্মসূচি পালনসহ এলাকার প্রতিটি ইউনিয়ন ও হাটবাজারে কর্মীসভা ও মতবিনিময় করে যাচ্ছেন। অপরদিকে জাতীয় পার্টি থেকে একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন এ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবদুল মজিদ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn