আফগানিস্তান প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার নীতিতে বিশ্বাসী। আফগান জমিকে ব্যবহার করে প্রতিবেশী দেশ ইরানে হামলা চালাতে দেবে না আফগানিস্তান। শনিবার এমনটাই জানিয়েছেন আফগান রাষ্ট্রদূত আবদুল রাহিম।  এদিকে, ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাতে আফগানিস্তানে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে চায় মার্কিন সেনারা। এতেই আপত্তি কাবুলের। তুরস্কে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত আবদুল রাহিম সেই কথাই স্পষ্টভাবে জানিয়ে দিলেন। তুরস্কের দৈনিক ইয়েনি আকিতকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় আফগানিস্তান। তাই ইরান ও পাকিস্তানের মতো দেশগুলোর বিরুদ্ধে আফগানিস্তানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ব্যবহারের অনুমোদন দেবে না কাবুল সরকার

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn