‘ব্রিটেনের উগ্র ইসলাম বিদ্বেষী গোষ্ঠী ‘ব্রিটেন ফার্স্ট’র ইসলাম বিরোধী বার্তা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ট্রাম্প মারাত্মক অপরাধ করেছেন। তাই তাকে ক্ষমা চাইতে হবে’ বলে হুশিয়ারি দিয়েছেন লন্ডনের মেয়র সাদেক খান। রবিবার (২৯ এপ্রিল) আইটিভি’কে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি। সাদেক খান বলেন, ব্রিটিশ সমাজে বিভেদ ও সংঘাত উসকে দেয়ার লক্ষ্যেই ‘ব্রিটেন ফার্স্ট’গোষ্ঠী গঠিত হয়েছে। আর এই গোষ্ঠীর ইসলাম বিরোধী বার্তা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ট্রাম্প মারাত্মক অপরাধ করেছেন। তিনি বলেন, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে মার্কিন সমাজে ঘৃণা ও বিদ্বেষ বেড়ে গেছে। এখন ব্রিটিশ সমাজে ঘৃণা ছড়িয়ে দেয়ার হোতারা মার্কিন সমাজে একই কাজ করা ব্যক্তিকে লন্ডন সফরের আমন্ত্রণ জানিয়েছে। জেনে রাখা ভাল, মার্কিন প্রেসিডেন্ট ৪৫তম ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালের নভেম্বর মাসে ‘ব্রিটেন ফার্স্ট’ গোষ্ঠীর একটি ইসলাম বিদ্বেষী ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। এতে করে লাখ লাখ মানুষের কাছে বিদ্বেষ সৃষ্টিকারী ভিডিওটি পৌঁছে যায়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn