ওয়াহিদুর রহমান ওয়াহিদ:: সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান জনগণের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের কাছে ন্যায় বিচার চাই, সরকারের উন্নয়ন কাজ ধরে রাখতে হলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে আবারো নির্বাচিত করুন। তিনি বলেন, সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়ক ও রাণীগঞ্জ সেতু চালু হলে জগন্নাথপুর সহ অত্র অঞ্চলের জীবনযাত্রার মান পাল্টে যাবে। এছাড়া জগন্নাথপুর-সিলেট সড়কটি এলজিইডি থেকে কেটে সড়ক ও জনপথ অধিদপ্তরে নেয়ার প্রক্রিয়া চলছে। তা হয়ে গেলে দ্রুত কাজ শুরু হবে। সেই সাথে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে থাকা জরাজীর্ণ স্ট্রিল ব্রিজগুলো ভেঙে নতুন পাকা ব্রিজ নির্মাণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সব মিলিয়ে রাণীগঞ্জ সেতু সহ চলমান রাস্তাঘাটের কাজ সম্পন্ন হলে উন্নয়নের দিকে জগন্নাথপুর বাসী এগিয়ে যাবেন। ১৯ মে শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ব্যস্ততম পৌর পয়েন্টে সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের (পাগলা, জগন্নাথপুর, রাণীগঞ্জ ও আউশকান্দি) সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ¦ আবদুস সামাদ আজাদের নামে নামকরন হওয়া আবদুস সামাদ আজাদ আঞ্চলিক মহাসড়কের (আর-২৪১) উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফ ও সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া প্রমূখ। এ সময় রাণীগঞ্জ সেতু ও সুনামগঞ্জ-ঢাকা আবদুস সামাদ আজাদ সড়কের কাজ পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স লিমিটেড এর প্রজেক্ট ম্যানেজার হারুনুর রশীদ, জামাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, পৌর আ.লীগের সভাপতি ডা.আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, পৌর আ.লীগ নেতা ডা.শশীকান্ত গোপ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর সচিব মোবারক হোসেন, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সহ-সেক্রেটারি জুনেদ আহমদ ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক আহমদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn