বার্তা ডেস্ক :: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোটগ্রহণের সময় প্রকাশ্যে পিস্তল হাতে এক যুবকের গুলিবর্ষণের একটি ভিডিও পাওয়া গেছে। একটি গলি থেকে বেরিয়ে ওই যুবককে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ বলছে, তারা ভিডিওটি সংগ্রহ করেছে এবং ওই যুবকবে চিহ্নিত করার কাজ চালাচ্ছে। তাদের ধারণা, বুধবার ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীর ও বিএনপি সমর্থিত প্রার্থী মো. ইসমাইল বালির সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটেছে। প্রাণক্ষয়ী সংঘাতের মধ্যে বুধবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভিডিওটিতে দেখা যায়, সরু একটা গলি থেকে এক যুবক পিস্তল হাতে বের হয়ে গুলি ছুড়ছেন। এ সময় তার পরনে ছিল কালো প্যান্ট, হলুদ-কালো জ্যাকেট। এরপর দলবল নিয়ে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালির নেতৃত্বে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাকে ধাওয়া করা হয়। কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘অস্ত্র হাতে গুলি ছোড়ার ভিডিওটি সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থল ও ওই যুবককে শনাক্তের চেষ্টা চলছে। তাকে যেকোনো সময় গ্রেপ্তার করা হবে।’

এদিকে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রে ঢুকে ইভিএম ভাঙচুরের ঘটনায় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় নির্বাচনের দিন ইসমাইল বালিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই স্কুলের দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। যার কারণে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড ও সংরক্ষিত ১৩ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থীর ফলাফল ঘোষণাও স্থগিত রাখা হয়েছে। পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মো. শাহজাহান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ইসমাইল বালিকে প্রধান আসামি করা হয়েছে। ২৪ জনের নাম উল্লেখের পাশাপাশি ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।-কালের কণ্ঠ

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn