একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মো. ওয়াহিদুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তাকে নিয়ে গ্রেফতারের সংবাদ প্রচার হলেও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু বকর সিদ্দিক জানিয়েছেন তাকে এখনও গ্রেফতার করা হয়নি তবে গ্রেফতারের চেষ্টা চলছে। তার গুলশান বাসার সামনে পুলিশ ঘিরে রেখেছে। মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এদিকে বিভিন্ন গণমাধ্যমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তার করা আবেদনের পরিপ্রেক্ষিতেই মো. ওয়াহিদুল হককে গ্রেফতার করা হয় বলেও তিনি জানান। জানা যায়, ওয়াহিদুল হক ২০০৫ সালে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে অবসরে যান। এসব তথ্য নিশ্চিত করে মানবতাবিরোধী অপরাধ মামলার রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ব্যারিষ্টার তুরিন আফরোজ জানান, মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে নিরীহ বাঙালিদের উপর নানা ধরনের অত্যাচার ও নির্যাতনের অভিযোগ রয়েছে ওয়াহিদুল হকের বিরুদ্ধে। ২০১৬ সালে ট্রাইব্যুনালে তদন্ত শুরু হয়। ওয়াহিদুল হকের ২৮ মার্চ ১৯৭১ সালে রংপুর ক্যান্টনমেন্টে ৫/৬ মানুষকে মেশিনগানে হত্যার অভিযোগ রয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn