বর্ষার আগেই তুমুল বর্ষণের কারণে এবার আগাম বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানিয়েছেন, চলতি মাসে ইতিমধ্যে গত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়ে গেছে। তুমুল বৃষ্টির কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বন্যার শঙ্কা রয়েছে। আগস্টের তৃতীয় বা শেষ সপ্তাহে বড় বন্যার আশঙ্কা হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলছেন, মৌসুমী বৃষ্টিপাতের পাশাপাশি উজানে ভারি বর্ষণে বন্যার শঙ্কা থাকে বেশি। এবার অগাস্টের দ্বিতীয় সপ্তাহে ভারি বৃষ্টি হলে বন্যা দেখা দিতে পারে। আগাম বন্যায় যাতে ফসল নষ্ট না হয় সে লক্ষে কৃষকরা আগেভাগেই বোরো ধান কাটা শুরু করেছেন। কোনো কোনো অঞ্চলে আগেই আগাম জাতের বোরো ধান কাটা শেষ হয়েছে। বিভিন্ন এলাকায় ধান কাটা শেষ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn