চলতি দশম জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী ৫ জুন মঙ্গলবার সকাল ১১টায়। রাষ্ট্রপতি আবদুল হামিদ বুধবার এই অধিবেশন আহ্বান করেছেন। পবিত্র রমজান হওয়ায় অধিবেশন সকালে বসবে। এই অধিবেশন কার্যত বাজেট অধিবেশন। এই অধিবেশনেই ২০১৮-’১৯ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রেওয়াজ অনুযায়ী বৃহস্পতিবার-অর্থাত্ আগামী ৭ জুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। উল্লেখ্য, আওয়ামী লীগের নেতৃত্বাধীন দ্বিতীয় মেয়াদের বর্তমান সরকারের আমলে এটিই হবে শেষ বাজেট। কারণ এ বছরেরই ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn