“গত বছর তো কতবার যে আমি যাওয়া-আসা করেছি ঢাকা-কলকাতা…, মনে হয় এয়ারপোর্টেই বেশি সময় কেটেছে আমার। কলকাতা আমার খুবই পছন্দের শহর। আর এটা তো এখন আমার কাছে ‘রথ দেখা, কলা বেচার’ মতো হয়ে গেছে। আমার পছন্দের শহরে পছন্দের মানুষের সঙ্গেও থাকা হচ্ছে আবার কাজও করা হচ্ছে।”— কথাগুলো সোহানা সাবার। কলকাতার এবেলাকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে বললেন তিনি।

এর আগে কলকাতায় আসা-যাওয়া প্রসঙ্গে বলেন, “কলকাতায় আমি আগে অনেকবার বেড়াতে এসেছি। আমার মায়ের দিকের অনেক আত্মীয়স্বজন রয়েছেন এখানে। আমি শপিং করতেও এসেছি অনেকবার। আর কলকাতায় ফিল্ম ফেস্টিভ্যালে আমার একটা সিনেমা দেখেই আমাকে কাস্টিং করা হয়েছিল ‘ষড়রিপু’-তে। সেটা একটা গ্রেট এক্সপিরিয়েন্স আমার জন্য।”

‘ছিটমহল’ ইস্যু নিয়ে কলকাতার হরনাথ চক্রবর্তীর নতুন ছবি ‘এপার ওপার’-এর নায়িকার ভূমিকায় রয়েছেন সাবা। তার বিপরীতে আছেন স্থানীয় সিরিয়ালের জনপ্রিয় নায়ক সৌরভ চক্রবর্তী। সম্প্রতি তারা কুচবিচারের সীমান্তবর্তী এলাকায় সিনেমাটির শুটিং করেছেন।

কেমন লাগছে কাজ করতে?— এ প্রশ্নে সাবা বলেন, “ভীষণই ভালো লাগছে। কারণ, এটা আমার জন্য দ্বিতীয় ছবি কলকাতায়। এর আগে অয়ন চক্রবর্তীর ‘ষড়রিপু’-তে কাজ করেছি। আর দ্বিতীয় কারণটা অবশ্যই হরনাথ চক্রবর্তীর মতো পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। তিনি শুধুই একজন বড়মাপের পরিচালক নন, একজন বড়মাপের মানুষও বটে। পুরো অভিজ্ঞতাটা আমার জন্য চমৎকার।”

‘এপার ওপার’-এ করা নিজের চরিত্র সম্পর্কে বলেন, ‘আমি বাংলাদেশের একটি মেয়েরই ক্যারেক্টার প্লে করছি। গল্পটা শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের দশ বছর আগে থেকে। তার পরে আবার অনেকটা বছর পরের ঘটনা রয়েছে— আমার আর সৌরভের অনেকগুলো বয়সের অভিনয় করার সুযোগ রয়েছে।’

সৌরভের বিপরীতে সাবার অভিনয়ের অভিজ্ঞতা এমন— ‘ওর মধ্যে একটা ব্যাপার আছে যে ভাল করতে হবে, করে দেখাতে হবে। আর আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। আমরা পরস্পরকে সাজেশন দিই, ও আমাকে ধরিয়ে দেয়, আমি ওকে ধরিয়ে দিই, একসঙ্গে কাজ করতে করতে এই বোঝাপড়াটা গড়ে উঠেছে। আর এই আন্ডারস্ট্যান্ডিংটা স্ক্রিনেও এসেছে।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn