কাবিটা নীতিমালা ২০১৭ সংশোধনের দাবী জানিয়েছেন এডভোকেট শামীমা শাহরিয়ার। সুনামগঞ্জ জেলা নারী উন্নয়ন ফোরামের আহবায়ক ও কেন্দ্রীয় কৃষক লীগের নেত্রী এডভোকেট শামীমা শাহরিয়ার পানি উন্নয়ন বোর্ড কতৃক সেপ্টেম্বর ২০১৭ এ জারীকৃত হাওর এলাকায় ক্ষতিগ্রস্থ বাঁধ, নদী, খাল, পুন; খননের জন্য স্কীম প্রস্তুত ও মনিটরিং কমিটি গঠন প্রক্রিয়া সংশোধন করে বাংলাদেশের সকল জেলা, উপজেলা ও প্রকল্প কমিটিতে বাধ্যতামূলক ভাবে একজন করে নারী সমাজের পক্ষ থেকে একজন করে নারী প্রতিনিধি রাখার দাবী জানিয়েছেন। তিনি আজ পানি সম্পদ মন্ত্রণালয় এর মন্ত্রী ও সিনিয়র সচিব কে একটি পত্র লিখে সরকারের নারী নীতির আলোকে উন্নয়ন কর্মকান্ডের প্রতিটি পর্যায়ে নারীর অংশগ্রহন বাধ্যতামূলকভাবে পালন করার জন্য অনুরোধ জানান। আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও সিনিয়র সচিব ড. জাফর সিদ্দিকি এর উপস্থিতিতে নারীদের পক্ষ থেকে এই দাবী জানালে মন্ত্রী তাকে ধন্যবাদ জানান। এবং আগামীকাল পানি উন্নয়ন বোর্ডের জরুরী সভা নীতিমালা সংশোধনের ব্যবস্থা নেয়া হবে বলে মন্ত্রী এবং সিনিয়র সচিব দুজনেই। শামীমা শাহরিয়ার বলেন হাওরের বাঁধ নির্মান ও রক্ষায় পুরুষদের পাশাপাশি নারীরাও উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তাছাড়া কৃষি ও কৃষকের মোট জনসংখ্যার অর্ধেক অংশই নারী। তিনি আশা করেন অচিরেই এই বিষয়ে পরিপত্র জারী হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn