আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার (৩০ এপ্রিল) সকালে পৃথক দুটি বিস্ফোরণের ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধ-শতাধিক। এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কাবুল অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান মোহাম্মদ আসিম জানান, প্রথম বিস্ফোরণে তিনজন নিহত ও ছয়জন আহত হন। প্রথম বিস্ফোরণের পর পরই আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা জান আঘা জানান, দ্বিতীয় বিস্ফোরণে এক সাংবাদিক নিহত হন। এসময় আহত হোন আরো দুই পুলিশ কর্মকর্তা। কাবুল পুলিশ প্রধান দাউদ আমিন বলেন, কাবুলের যে এলাকাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেখানে বিভিন্ন পররাষ্ট্র কার্যালয় অবস্থিত। কাবুলে অবস্থিত ওয়াজির আকবর খান হাসপাতালের পরিচালক মোহাম্মদ মৌসা জাহির জানান, বিস্ফোরণে আহত ব্যক্তিরা তাদের হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলার বিস্তারিত বিবরণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn