বার্তা ডেস্ক :: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত ও ৫২ জন আহত হয়েছেন। শনিবারের এ বিস্ফোরণে হতাহতদের অধিকাংশই ছাত্রী বলে রয়টার্স জানিয়েছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হতাহতদের অধিকাংশই সায়েদ উল শুহাদা স্কুলের শিক্ষার্থী, তারা স্কুল থেকে বের হয়ে আসার সময় বিস্ফোরণগুলো ঘটে। তাৎক্ষণিকভাবে হামলাটির দায় কোনও গোষ্ঠীর পক্ষ থেকে স্বীকার করা হয়নি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান নিহতের সংখ্যা অন্তত ২৫ জন বলে জানালেও বিস্ফোরণের কারণ বা লক্ষ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি।

কাবুল থেকে বিবিসির প্রতিনিধি জানান, শনিবার শিক্ষার্থীরা স্কুল ভবন থেকে বের হওয়ার সময় বিস্ফোরণটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাস্তায় শিক্ষার্থীদের ব্যাগ পড়ে আছে। তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এ হামলার নিন্দা করে তারা এর সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn