বার্তাডেক্সঃ না ফেরার দেশে পাড়ি জমালেন ইতালির কিংবদন্তি অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা। রোমের একটি ক্লিনিকে মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিলো ৯৫। রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেনলল্লোব্রিজিদা তার আইনজীবী গিউলিয়া সিটানি। ১৯৫০-৬০ এর দশকে ইউরোপীয় সিনেমার বেশ বড় তারকা ছিলেন জিনা লল্লোব্রিজিদা। তাকে প্রায়ই ‘বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী’ হিসেবে বর্ণনা করা হয়। তার আলোচিত সিনেমার মধ্যে রয়েছে- বিট দ্য ডেভিল, হাঞ্চব্যাক অব নটর ডেম ও ক্রস সোর্ডস। পর্দায় তাকে হামফ্রে বোগার্ট, ফ্র্যাঙ্ক সিনাত্রা, রক হাডসন ও এরল ফ্লিনের মতো তারকাদের সঙ্গে দেখা গেছে।

১৯৬০ এর দশকে তার ক্যারিয়ার রঙ হারাতে থাকে। তিনি ফটোগ্রাফি ও রাজনীতিতে ঝুঁকে পড়েন। এই অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন সহশিল্পী, সিনেমাঙ্গনের তারকারা। পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিরাও তার মৃত্যুতে শোক জানিয়েছেন। ইতালির সংস্কৃতিমন্ত্রী শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তার আবেশ অনন্তকাল থাকবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn