সিরাজুল ইসলাম রুবেলবাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই অন্তর্কোন্দলে জড়িয়ে পড়েন সংগঠনটির নেতাকর্মীরা। পদ না পাওয়া নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিকে ‘অবৈধ’ অভিহিত করেন। তারা এই কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করার সময় তাদের ওপর হামলা চালায় কমিটিভুক্ত অংশের একদল নেতাকর্মী। এতে ১০ জন আহত হন। পদ না পাওয়া নেতাকর্মীদের অভিযোগ, সোমবার (১৩ মে) ঘোষিত ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে বিতর্কিত অনেকে পদ পেয়েছেন। ঘোষিত এই কমিটিতে অছাত্র, ছাত্রদলের সাবেক নেতাকর্মী, বিবাহিত, নতুন (আগে কোনও পদে ছিল না) ও বিতর্কিতদের স্থান দেওয়া হয়েছে।  খোঁজ নিয়ে জানা গেছে, পদ না পাওয়া নেতাকর্মীদের মধ্যে অধিকাংশই আগের কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের অনুসারী। ছাত্রলীগের গত সম্মেলন হতে দেরি হওয়ায় সোহাগ-জাকিরের প্রতি কিছু নেতাকর্মী ক্ষুব্ধ ছিলেন। তারা সম্মেলন দেওয়ার দাবি করলে তাদের ওপর সোহাগ-জাকিরের অনুসারীরা তখন কয়েক দফা হামলা চালিয়েছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn