অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ২৪ ডট কমের ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে। দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সভাপতি আমিনুল হাকিম সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন। বিডিনিউজ নিউজ পোর্টালেও রাত সোয়া ১১টায় এ-সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয়েছে। এর আগে সোমবার বিকালে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি থেকে দেশের সব আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) প্রতিষ্ঠানকে ই-মেইল পাঠিয়ে নিউজ পোর্টালটি ব্লক করার নির্দেশ দেওয়া হয়। আমিনুল হাকিম বলেন, ‘কিছুক্ষণ আগে আমাদের কাছে বিটিআরসি থেকে নির্দেশনা এসেছে বিডিনিউজ২৪ ডট কম-এর যে ওয়েবলিংকগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল সেগুলো দ্রুত খুলে (আনব্লক) দেওয়ার জন্য। এখন লিংক খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।’ জানা গেছে, এই লিংক খুলে দেওয়ার নির্দেশনা দেশের সব মোবাইল ফোন অপারেটর, আইএসপি, আইআইজিসহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি থেকে নিউজ পোর্টালটি ব্লক করার নির্দেশ দেওয়ার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ পোর্টালেও সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদে বলা হয়েছিল, বিটিআরসি মেইলে আইআইজিগুলোকে অতিসত্ত্বর বিডিনিউজের ডোমেইন ব্লক করা নির্দেশ দেওয়া হয়। তবে বন্ধের কোনও কারণ উল্লেখ করা হয়নি মেইলে। সংবাদের সঙ্গে গণমাধ্যমটিকে দেওয়া এ সংক্রান্ত ই-মেইলের ছবিও প্রকাশ করা হয়েছে। এদিকে পরীক্ষা করে দেখা গেছে, বিডিনিউজ২৪ ডট কমের ওয়েবলিংক ওপেন হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn