সুনামগঞ্জ :: নেত্রকোনায় গুমাই নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ সুনামগঞ্জের আরও ২ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। ধর্মপাশার হলদি নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায় লাশ দুইটি।  শুক্রবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হলদি নদীতে আরও দুই জনের লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃতরা হলেন- মধ্যনগরের ইনাত নগর গ্রামের আব্দুল ওহাবের শিশু কন্যা মনিরা (৫) ও আব্দুল হান্নানের ছেলে রতন মিয়া(৩৫)। এ নিয়ে নৌকা ডুবিতে সুনামগঞ্জের নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জন ও নেত্রকোনার ১ জন নিয়ে মোট মৃত দেহের সংখা বেড়ে দাঁড়ালো ১২ জনে।  এই তথ্য নিশ্চিত করেছেন মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।  গত বুধবার সকালে সুনামগঞ্জের ধর্মপাশার মধ্যনগর থেকে ৩৬ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নেত্রকোনা সদরের ঠাকুরাকোনা যাচ্ছিল। কলমাকান্দার রাজনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয় যাত্রীবাহী ট্রলারটির। এতে ডুবে যায় যাত্রীবাহী ট্রলারটি। পরে স্থানীয়রা এসে ১০ জনের মরদেহ উদ্ধার করে। যার মধ্যে সুনামগঞ্জের একই গ্রামের ৭ জনসহ ৯জন ছিল। এদিকে নিহতদের পরিবারকে সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা ও নেত্রকোনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার মোট ৩০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন মধ্যনগর থানার ওসি আব্দুল্লা আল মামুন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn