নিহত আলমগীর হোসেন ও স্ত্রী মোছা. মোরশেদা বেগম 

জামালগঞ্জ:: জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামে বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে ঝগড়া-বিবাদের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক দম্পতি। নিহতরা হলেন- আলীপুর গ্রামের তাহের আলীর ছেলে মো. আলমগীর হোসেন (৩২) ও তার স্ত্রী মোছা. মোরশেদা বেগম (২৮)। গতকাল রোববার রাত ৮টার দিকে আলমগীরের ঘরেই এ ঘটনা ঘটে। স্ত্রী মোরশেদাসহ আলমগীরকে ছুরিকাঘাত করেন তার আপন চাচাতো ভাই রাসেল মিয়া। নিহত দম্পতির চার ছেলে-মেয়ে রয়েছে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, ছোট শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। হত্যার ঘটনার সময় আলমগীর ভাত খাচ্ছিলেন।

পুলিশ জানায়, আলমগীর হোসেনের সঙ্গে বাড়ির পাশের জায়গা বিক্রয় করা নিয়ে তার চাচাতো ভাই ঝনর আলীর ছেলে রাসেল মিয়ার বিবাদ চলছিল। বিক্রয় করা জায়গায় বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে গত ২-৩ দিন ধরে ঝগড়া চলে। আলমগীর হোসেন তার বাড়ির উপর দিয়ে বিদ্যুতের তার নিতে রাসেল মিয়াকে বাধা দেন। এ নিয়ে রোববার রাত ৮টার পর ঝনর আলীর স্ত্রী ও আলমগীরের স্ত্রী মোরশেদার কথা কাটাকাটি হয়। এ সময় রাসেল মিয়া আলমগীরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। মোরশেদা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করেন রাসেল।গুরুতর আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে জামালগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তাদের মৃত্যু হয়। রাত পৌঁনে ৯টায় হাসপাতালে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ওসি সাইফুল ইসলাম বলেন, ‘নিহত স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে এবং আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার পরপরই রাসেল মিয়া গ্রাম ছেড়ে পালিয়েছেন। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn