স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তিস্তার পানি চুক্তি বিষয়ে ভারত যদি আমাদের ওপর চাপ সৃষ্টি করে এবং সেই স্বার্থ রক্ষা করতে গিয়ে যদি সেক্রিফাইস করতে হয় তাহলে আমরা তা মানব কেন? চুক্তি বা নেগোশিয়েশন হতে হবে সমতার ভিত্তিতে। শুক্রবার বিকেল ৪টায় গড়াই নদীর ওপর কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। সমবায়মন্ত্রী বলেন, এখানে বিএনপি বা অন্যকোনো দল কি বলল তাতে কি যায় আসে? অন্যকোনো দল যদি আসলেই জাতীয় স্বার্থে কথা বলতে চায় তাদের কথার জবাব দিতে পারি। কিন্তু বিএনপির কথার জবাব দেয়ার কোনো মানে হয় না। জঙ্গিবাদ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। যারা জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয় তাদের বিরুদ্ধে সরকার। এলজিইডির বাস্তবায়নে ৭৮ কোটি টাকা ব্যয়ে গড়াই নদীর ওপর ৫০৪ মিটার দৈর্ঘ্য শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু নির্মাণ করা হয়।
সেতু উদ্বোধনের সময় কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলাম হানিফ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, জেলা প্রশাসক জহির রায়হান, পুলিশ সুপার মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn