গমগম করছিল স্মৃতি উপবন। গেরুয়া পতাকা, গেরুয়া পোশাক আর গেরুয়া টুপিতে সয়লাব হয়েছিল ভারতের উত্তর প্রদেশের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শপথ অনুষ্ঠান। কারণ, ১৪ বছর পর নিরঙ্কুশ এবং অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উত্তরপ্রদেশের মসনদে বসেছে বিজেপি। এই শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, দলের তিন প্রাক্তন সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, বেঙ্কাইয়া নাইড়ু, নিতিন গরকড়ী সহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন যোগীর শপথ গ্রহণের মঞ্চে।

নির্বাচনে বিপুল ভোটে বিজয় এবং নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের জন্য যেন ‘নক্ষত্রখচিত’ মঞ্চ প্রস্তুত করা হয়েছিল স্মৃতি উপবনে। বিজেপি কর্মী-সমর্থকদের বাঁধভাঙা আবেগ আর মুহূর্মুহূ ‘জয় শ্রী রাম’ ধ্বনিকে সাক্ষী রেখে রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn