ছাতক ::  ছাতকে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের হস্তক্ষেপে ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামের দু’পক্ষের ১০টি মামলাসহ দীর্ঘদিনের বিরোধ সালিশে নিষ্পত্তি করা হয়েছে।  বৃহস্পতিবার ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে ঝিগলী গ্রামে আয়োজিত সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র আ’লীগ নেতা ছানাওর আলী, আ.ন.ম ওহিদ কনা মিয়া, লন্ডন মহানগর আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব নূরুল হক লালা মিয়া, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, মাওলানা ফজলুল হক, ভাতগাঁও ইউনিয়ন আ’লীগ সভাপতি দবিরুল ইসলাম, দোলারবাজার ইউপির সাবেক চেয়ারম্যান আজিজুল ইলাম, সিলেটস্থ ছাতক সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সচিব পীর মোহাম্মদ আলী মিলন, ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, আ’লীগ নেতা আবুল হাসনাত, মানিক মিয়া, চন্দন মিয়া, বিশিষ্ট মুরব্বি মাস্টার আব্দুল মান্নান, জমসেদ মিয়া, সুনুমিয়া, আ’লীগ নেতা এনামুল হক, কাছা মিয়া, বুরহান, ঝিগলী, লাউতলা, বরাটুকা, রসুলগঞ্জ, মন্ডলপুর, জহিরপুর, হায়দরপুরসহ এলাকার গন্যমান্য লোকজন।  সালিশ বৈঠকে আজিজুর রহমান ও আবুল হাসনাত পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও তাদের মধ্যে পক্ষে-বিপক্ষের ১০টি মামলা আপোষে নিষ্পত্তির সিদ্ধান্ত নেয়া হয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn