ছাতকের পেপার মিল বাজারে পালাক্রমে চুরি ঘটনা ঘটছে। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে ব্যবসায়ী মহলে। গত দেড় বছরে বিভিন্ন দোকানে নগদ অর্থসহ প্রায় ১০ লক্ষ টাকার চুরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সবশেষ গত শুক্রবার গভীর রাতে সেলিম এন্ড ব্রাদার্সে এ চুরির ঘটনা ঘটে। এতে নগদ অর্থসহ প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক সেলিম আহমদ। কিছুদিন পরপর চুরির ঘটনায় আতঙ্কে রয়েছে বাজারের ব্যবসায়ীরা। বেতনভূক্ত চৌকিদার থাকা সত্তেও চুরির ঘটনায় ভাবিয়ে তুলেছে ব্যবসায়ীদের। ব্যবসায়ী সেলিম আহমদ জানান, প্রতিদিনের মতো গত শুক্রবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফিরেন। পরের দিন সকালে দোকানে এসে মালামাল উলোট পালঠ দেখতে পেয়ে স্থানীয় অন্যান্য দোকানদারের সাথে বিষয়টি অবগত করেন তিনি। তিনি অভিযোগ করেন মালামালসহ ২ লক্ষ ৭০ হাজার টাকা চুরি হয়েছে।

তিনি আরও জানান, এর আগে প্রায় ৬ মাস আগে একই কায়দায় দোকানে চুরির ঘটনা ঘটে। মাসিক বেতনভূক্ত বাজার চৌকিদার থাকা সত্তেও টানা দুইবার চুরির ঘটনায় সঙ্কিত হয়ে পড়েছেন। পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ পাশ্ববর্তী এলাকার কয়েকজন বিশিষ্ট মুরুব্বীকে ঘটনাটি জানানো হয়েছে। বাজারের অমর এন্ড ব্রাদার্সের মালিক অমর দাস জানান, একই ভাবে কয়েক মাস আগে আমার দোকানেও চুরির ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছি। এবিষয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেও কোন সু-ফল পাইনি। বাজারের অন্য আরেক ব্যবসায়ী দিপক চন্দ্র পাল বলেন, এক বছর আগে আমাদের দোকানেও টানা দু’বার চুরির ঘটনা ঘটেছিল। বিষয়টির কোন সুষ্টু সুরাহা না হওয়ায় বারবার বাজারে চুরির ঘটনা ঘটছে। আবুল রেষ্টুরেন্ট এর মালিক জামশেদ আলম জানান, গত বছরের অক্টোবর মাসের ২৩ তারিখে আমাদের রেষ্টুরেন্টে একই কায়দায় চুরি ঘটেছিল।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn