ছাতক সংবাদদাতা ::
ছাতকে চুরির সিএনজি-ফোরস্ট্রোকসহ আটক দু’জনকে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার ছাতক সদর ইউপির আন্ধারিগাঁও গ্রামের সুন্দর আলীর পুত্র জালাল উদ্দিন (৩০) ও দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউপির পানাইল (পূর্বপাড়ার) আমির আলীর পুত্র সাব্বির আহমদ (২৮)কে এ অভিযোগে আটক করা হয়। জানা গেছে, গত ২০অক্টোবর দোলারবাজার ইউপির মঈনপুর গ্রামের সামছুল খানের পুত্র ওসমান খানের বাড়ি থেকে একটি অনটেষ্ট সিএনজি চুরি হয়। ১৮ অক্টোবর রাতে চেচান গ্রামের জনৈক বাছিত মিয়ার সিএনজি ভাড়া করে অজ্ঞাতনামা ব্যক্তিরা মঈনপুরের পাশে উমরাকুল এলাকায় চালককে কুপিয়ে গুরুতর আহত করে গাড়িটি ছিনিয়ে নেয়। অবশেষে এসআই সফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ দিরাই উপজেলার শ্যামারচর এলাকা থেকে ওসমান খানের সিএনজিসহ জড়িত এ দু’জনকে আটক করা হয়। এব্যাপারে এসআই সফিকুল ইসলাম জানান, তাদের কাছ থেকে ছাতকের সংঘবদ্ধ সিএনজি-ফোরস্ট্রোক ছিনতাইকারি চক্রের সন্ধান পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এদের নাম প্রকাশ করা যাচ্ছেনা বলে তিনি জানান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn