ছাতকে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। শনিবার (২৮ জুলাই) বেলা ৩টার দিকে উপজেলার পুলের মুখ এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান এ খবর নিশ্চিত করেন। নিহত তিন ব্যক্তি হলেন– ছাতক উপজেলার মজমিল্ল হোসেন (৫৫) ও শামছুল ইসলাম (৪৩) রফিকুল (২৯)। আহত তিন জন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, আজ (শনিবার) বেলা ৩টার দিকে পুলের মুখ এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কে একটি দ্রুতগতির ট্রাক একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ছয় জন আহত হন। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। বাকি তিন জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওসি মো. আতিকুর রহমান বলেন, ‘বেপরোয়া গতিতে ট্রাক চালানোর কারণে এ ঘটনা ঘটেছে। নিহতদের লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn