ছাতকে ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত দু’ শিশুর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। গুরুতর আহত দু’শিশু বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ৩ এপ্রিল ছাতক থানায় ৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, উপজেলার সাউদপুর গ্রামের আবদুল ওয়াদুদ ও তার ভাইদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল একই গ্রামের সুন্দর মিয়ার। এ বিরোধের জের ধরে গত ১ এপ্রিল আবদুল ওয়াদুদের উপর হামলা চালায় সুন্দর আলী ও তার লোকজন। এসময় বাড়ির লোকজন এগিয়ে আসলে তাদের উপরও চড়ার হয় হামলাকারীরা। হামলায় আবদুল ওয়াদুদের ভাতিজা তোফায়েল আহমদ (৯) ও আবু সুফিয়ান (১২)। পরিবারের সদস্য আছমা বেগম, জমসেশ আলম, নাছিমা বেগম, ফয়জুল হক ও মোজাম্মেল হক আহত হন, আছমা বেগম (৩৫), জমসেদ আলম (৪৫), নাছিমা বেগম (৩২), ফয়জুল হক (২৭) ও মোজাম্মেল হক (২৫)সহ অন্তত ১০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত তোফায়েল আহমদ   ও আবু সুফিয়ানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আবদুল ওয়াদুদের ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, মামলায় প্রধান আসামী সুন্দর আলী ও শিমুলকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn