ছাতক থানা পুলিশ জঙ্গি ও সন্ত্রাসীর বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধিকরণের লক্ষ্যে বাড়িভাড়া সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার শুরু হয়েছে। বুধবার (০৫ এপ্রিল) সকালে কেন্দ্রিয় শহীদ মিনার চত্বর থেকে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমানের নেতৃত্বে লিফলেট আকারে এসব সতর্কীকরণ প্রচারপত্র আনুষ্ঠানিকভাবে সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। প্রচারপত্রে বাড়িভাড়া দেয়ার ক্ষেত্রে ভাড়াটিয়ার নাম-ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও ভাড়াটিয়াদের ছবিসহ যাবতীয় তথ্যাবলী নির্ধারিত ফরমে পূরণ করে থানায় জমা দিতে বলা হয়েছে। এছাড়া  ভাড়াটিয়ার গতিবিধি লক্ষ্য, ওই বাসায় বা বাড়িতে অপরিচিত লোকজন আসা-যাওয়া করছে কি-না ও ভাড়াটিয়া পূর্ব পরিচিত হলে সে কোন অপরাধ কর্মকাণ জড়িত আছে কি-না এসব তথ্য নিশ্চিত হয়ে থানায় অবগত করার জন্য বাড়ি মালিকদের বলা হয়েছে। এছাড়া আসবাবপত্রহীন ভাড়াটিয়াদের ক্ষেত্রে অধিক সতর্ক থাকার জন্য এবং নিজে নিরাপদ থাকতে ও এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য বাড়ি মালিকদের প্রতি আহবান জানানো হয়। অন্যথায় প্রচলিত আইনে বাড়ি মালিক বা কেয়ারটেকারকে দায়ী করে ব্যবস্থা নেয়া হবে। প্রচারপত্র বিতরণকালে সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, ওয়ার্ড কাউন্সিলর দিলোয়ার হোসেন, নওশাদ মিয়া, আছাব মিয়াসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন। ওসি আতিকুর রহমান জানান- এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের এ প্রচারাভিযান। পৌরসভা ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রচারপ্রত্র বিতরণ করার কাজ চলছে। এর আগে মাইক যোগে ও স্থানীয় ক্যাবল নেটওয়ার্কের মাধ্য সতর্কীকরণ প্রচারাভিযান চালানো হচ্ছে।

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn