সরকারি প্রতিষ্ঠান ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ২০১৮ সালের মধ্যে ছাতক-দোয়ারার প্রতিটি গ্রামে বিদ্যুতের আলো পৌঁছে দেয়া হবে। বর্তমান সরকার বিদ্যুৎ খাতে দেশের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে সুনামগঞ্জ জেলায়। বিদ্যুতের জন্য এতোদিন এই অঞ্চলের মানুষ হতাশায় ছিলেন-আজ উদ্বোধনের মাধ্যমে তাদের আশা পূর্ণ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালীয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজারে নোয়াগাও‚ কান্দাগাও ও শিবপুর গ্রামে বিদ্যুৎ সংযগের উদ্ভোধন কালে প্রদান অতিথির বক্তব্যে এমপি মানিক বিদ্যুৎ সংযোগ নিতে দালাল নির্ভর হয়ে প্রতারিত না হওয়ার জন্য গ্রাহকদের প্রতি আহবান জানান। তিনি আরও বলেন, দেশের প্রত্যেকটি গ্রামে বিদ্যুতের আলো পৌঁছে দেয়া বর্তমান সরকারের পদক্ষেপ।
শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের ক্ষেত্রে ছাতক-দোয়ারায় অভূতপূর্ব উন্নয়নের কথা তুলে ধরে এমপি মানিক বলেন, যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ১শ’ ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ছাতকে সুরমা নদীর ব্রিজ ইতিমধ্যেই ব্রিজটির কার্যাদেশ দেওয়া হয়েছে এই ব্রিজটির মাধ্যমে ছাতক-দোয়ারাবাজারের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে বলেও তিনি জানান। দোহালিয়া ইউপি’র ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হাজী আমির উদ্দিনের সভাপতিত্বে ও অসত কুমার দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক‚ সুনামগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সোহেল পারভেজ‚ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের পরিক্ষা নিয়ন্ত্রক সামছুল ইসলাম‚ সাবেক ইউপি চেয়ারম্যান দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল‚ ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ‚ দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালিক‚ সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য এড আব্দুল আজাদ রুমান‚ লক্ষীপুর ইউপি চেয়ারম্যান উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক আমিরুল হক‚ দোহালীয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু‚ সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সচিব পীর মোহাম্মদ আলী মিলন‚ সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার কেএম জাহিদুল হক‚ পরিচালক আখতার হোসেন‚ দোয়ারাবাজার উপজেলা যুবলীগের আহ্বায়ক বাংলা বাজার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন রানা‚ দোহালীয়া ইউপি আওয়ামীলীগ সভাপতি নুর মিয়া, ছাতক উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলু‚ সাধারণ সম্পাদক আব্দুস শহিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ।
বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এড কামরুজ্জামান কামরুল‚ আ’লীগ নেতা বশির উদ্দিন‚ হাজী মফিজ আলী‚ আং গফুর‚ মফিজ আলী‚ আজিজুল হক‚ কাচা মিয়া‚ চান মিয়া‚ বরুণ দাশ‚ ফারুক মিয়া‚ ইন্তাজ আলী‚ এড তমাল দেবনাথ‚ প্রভাষক আকবর আলী‚ যুবলীগ নেতা নুরুল হক‚ জিতেন্দ মোহন দেবনাথ‚ আক্তার হুসেন‚ গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন‚ দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগ নেতা একরামুল হোসেন সোহেল।  উপস্থিত ছিলেন দোহালিয়া ইউনিয়ন শ্রমিকলীগ আহ্বায়ক সুনুর আলি দোহালিয়া ইউপি যুবলীগ নেতা আলী হায়দার। দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগ নেতা শামীম আহমদ‚ জুয়েল আহমেদ, এমরান আহমদ‚ শিপলু আহমদ, ছাতক উপজেলা ছাত্রলীগ নেতা রুয়েল আহমদ তালুকদার মান্নারগাও ইউপি ছাত্রলীগ নেতা নিউটন দাস প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মাওলানা সালমান আহমদ রুবেল‚ গীতা পাঠ করেন শুনিল অধিকারী। এছাড়া প্রদান অতিথির উদ্দেশ্যে একটি মানপত্র পাঠ করেন জোবায়ের মোহাইমেন সাব্বির্। এর আগে এমপি একই উপজেলার নরশিংপুর ইউপির টেবলাই বাজার লেদারকান্দি ও ফুলকারগাও গ্রামে বিদ্যুৎতায়নের উদ্ভোধন করেন এমপি মানিক।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn