বার্তা ডেক্সঃঃজগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে শিক্ষকদের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তদন্ত শুরু করেছেন। তদন্তকারী কর্মকর্তারা হলেন, সিলেট শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক নূরে আলম ও সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী। জানা গেছে, ২০১৭ সালে নভেম্বরে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুন নুর অবসরে চলে গেলে কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জাহিদুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নানা আর্থিক অনিয়মে জড়িয়ে পড়েন। পরে ২০১৯ সালে কলেজের সকল শিক্ষক ও কর্মচারী তার অপসারণ দাবি করে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। যার প্রেক্ষিতে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তকারী কর্মকর্তা সিলেট শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক নূরে আলম ও সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমরা অভিযোগকারী শিক্ষক ও অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের বক্তব্য নিয়েছি। সবকিছু যাছাই করে তদন্ত প্রতিবেদন শিগগির প্রেরণ করব।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn