জগন্নাথপুর ::জগন্নাথপুরে প্রতি বছরের মতো এবারো খাল-বিল ও নদী-নালা শুকিয়ে মৎস্য নিধন চলছে। যে কারণে দিনেদিনে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির সুস্বাদু মাছ। যদিও খাল-বিলের তলদেশ শুকিয়ে মাছ ধরা সরকারি ভাবে নিষিদ্ধ। এরপরও থেমে নেই, নির্বিচারে চলছে মৎস্য নিধন। সোমবার সরজমিনে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কদমতলা গ্রাম এলাকায় দেখা যায়, একটি ছোট খালের পানি মেশিন দিয়ে শুকিয়ে মাছ ধরছেন স্থানীরা। এ সময় লোকজন মাছ ধরে চলে যাওয়ার পর কৌতুহলী গ্রামের শিশুরা কাঁদা মাটিতে নেমে টুকিয়ে টুকিয়ে ছোট-ছোট মাছ ধরছে। স্থানীয় উৎসুক জনতা শিশুদের মাছ ধরার দৃশ্য দাঁড়িয়ে দেখছেন।  এছাড়া প্রতি বছরের মতো এবারো হেমন্ত মৌসুমে উপজেলার বিভিন্ন খাল-বিল ও নদী-নালা শুকিয়ে মাছ ধরা শুরু হয়েছে বলে স্থানীয়দের মধ্যে অনেকে জানান। এতে করে দিনে দিনে হাওর বেষ্টিত জগন্নাথপুরে দেশীয় প্রজাতির মাছের আকাল দেখা দিচ্ছে। তাই মৎস্য সম্পদ রক্ষায় জরুরী ভিত্তিতে খাল-বিলের তলদেশ শুকিয়ে মৎস্য নিধন রোধে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn